
প্রকাশিত: Tue, Mar 28, 2023 7:36 AM আপডেট: Tue, Apr 29, 2025 5:17 AM
তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ
সাঈদুর রহমান: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এতে ১-০ তে সিরিজে এগিয়ে গেলো টাইগররা। সোমবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ২০৭ রান তুলে বৃষ্টির কারণে মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃষ্টি থামার পর আইসিসির ডিএলএস নিয়মে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আয়ারল্যান্ড।
জবাবে ব্যাটে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন দুই আইরিশ ওপেনার পল স্টারলিং ও অ্যাডায়ার। দুই ওভারে ৩২ রান তুলে ম্যাচে এগিয়ে যায় আয়ারল্যান্ড। তবে তৃতীয় ওভারে অ্যাডায়ারকে বোল্ড আউট করে ফেরান হাসান মাহমুদ। পরের ওভারে টিকার, স্টারলিং, ডোকরেলকে ফিরিয়ে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে খেলায় ফেরান তাসকিন আহমেদ। এরপর হ্যারি টেক্টর ও গ্যারেথ ডিলানির ৩২ রানে জুটিতে আশা জাগালেও শেষ রক্ষা হয়নি আইরিশদের। হ্যারি টেক্টরকে ১৯ রানে ফেরান তাসকিন। দুই ওভারে ৪ উইকেট তোলেন এই টাইগার পেসার। শেষ পর্যন্ত ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এতে সিরিজে ১-০তে এগিয়ে গেলো বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার।
এদিন টস হেরে ব্যাটে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। মাত্র ৪ ওভারেই অর্ধশত পূরর্ণ করে বাংলাদেশ। লিটনের ৪১ রান ও রনির ৩৮ রানের মারকুটে ইনিংসের পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৮১ রান। যা বাংলাদেশের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ সংগ্রহ। লিটন দাস ২৩ বলে ৪৭ রান করে আউট হলেও ২৫ বলে অর্ধশতক পূরর্ণ করেন রনি তালুকদার। এদিন মাত্র ১৪ রান করে সাঁজ ঘরে ফেরেনে শান্ত। এরপর ৩৮ বলে ৬৭ রানে আউট হলে শামীম হোসেন দলকে ভরসা দেন। ২০ বলে ৩০ রান করে ক্যাচ আউটে কাটা পড়েন শামীম। এরপর মিরাজের ১ বলে ৪ রান ও সাকিবের অপরাজিত ১৩ বলে ২০ রানের ইনিংসে ৪ বল হাতে রেখে ২০৭ রান তুলে বৃষ্টির কারণে মাঠ ছাড়ে বাংলাদেশ। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
